বিশ্বস্ততা ও টীকা ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে মুহাম্মদ ইবনে মাখলাদ রহঃ বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গ্রহণ করেন যেমন তারা কুরআনকে গ্রহণ করেন। “ আবূ সাঈদ আল আরাবী রহঃ বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে পারেন। “
পৃথিবীর প্রায় শতাধিক ভাষায় এই মশহুর হাদীস গ্রন্থটি অনূদিত হয়েছে। তাছাড়া সংকলিত কোন হাদীসে ত্রুটি পরিলক্ষিত হরলে তাও তিনি সুষ্পষ্টভাবে উল্লেখ করেছেন। হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদিসের বিস্তারিত টিকা লিখেন। এছাড়াও এর আরোও বৈশিষ্ট্য রয়েছে যা আজও পর্যন্ত এর জনপ্রিয়তা কমাতে পারেনি হাদীস শাস্ত্রে