মোরা বড় হতে চাই

0/5 No votes

Report this app

Description

বেশ সাবলীল ভাষায় অল্প কথায় গল্পের মতো সুন্দর কথামালা দ্বারা লেখক এই বইয়ে জীবনের উদ্দেশ্য আর পাথেয় তুলে ধরেছেন।

অতীতের সে কিশোর কন্ঠ পাঠক ও ভক্তরা অনেকে জেনে থাকবেন যে,
কিশোর কন্ঠের ১টা column ছিল career guideline যেখানে ড. আহসান হাবীব এর “বড় হতে চাই” নামকরণে বইটি নিয়ে ১ম জানতে পারি। উনার অপ্রতিরোধ্য ও জাদুকরী লেখনীর এ ছোট্ট বইয়ের প্রত্যেকটা ইঞ্চি জুড়ে মুক্তো ছড়ানো।
এ যেন তখনকার কিশোরী মনকে স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দেওয়ার মত এক ছোট্ট কলেবরের বই।

যখন একটা সময় গিয়ে আপনি আপনার ক্যরিয়ার প্রচন্ড উচ্ছ্বসিত তখনই এ বইটি আপনাকে গাইডলাইন দিবে। আর বইটি পড়ে আপনি জানতে পারবেন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments