আনাস রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল সা. ইরশাদ করেন কিয়ামতের দিন কিছু লোক এমন মর্যাদাবান হবে যাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণও পুলকিত হবেন । তারাঁ নূরের এক বিশেষ মিম্বারের ওপর আরোহন করবে, অতি সহজেই মানুষ তাদেরকে চিনতে পারবে ।
আমি কি বলব তারাঁ ঐ সকল মানুষ যাঁরা আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর কাছে প্রিয় বানাতে থাকে। আর আল্লাহকে ও তার বান্দাদের নিকট প্রিয় ও মাহবূব বানানোর জন্য চেষ্টা করে।