বছর ঘুরে আবার ফিরে এলো সৌভাগ্য রজনী শবেবরাত। কত ধর্মীয় পরিবেশে এবং উৎসবের আমেজে কাটানোর কথা ছিল এ পবিত্র রাত। কিন্তু মহামারী কোভিড-১৯ এর কারণে এবার শবেবরাত কাটবে ঘরোয়া পরিবেশে। আসলে এটাও আল্লাহপাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছার কাছে আমরা সদা সমর্পিত। যেদিন প্রথম শবেবরাতের সুসংবাদ মা আয়েশাকে নবীজি (সা.) দিয়েছিলেন, সেদিনও একান্ত ঘরোয়া পরিবেশেই ছিল নবীজির শবেবরাত উদযাপন। জান্নাতুল বাকিতে নবীজি (সা.) দাঁড়িয়ে দীর্ঘ মোনাজাত করছিলেন।
মা আয়েশা হুজুরকে (সা.) বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে কবরস্থানে চলে আসেন। এখানে নবীজির কাছে মহিমান্বিত এ রাতের মর্যাদা সম্পর্কে তিনি জানতে পারেন। নবীজি (সা.) বললেন- হে আয়শা! এটি এমন এক মর্যাদাপূর্ণ রাত- এ রাতে আল্লাহতায়ালা বনি কালব এবং বনি রবিআ গোত্রের পশুপালের পশম পরিমাণ সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন।