মহাবিপদ সংকেত

0/5 No votes

Report this app

Description

বিপদে ভয় পাওয়াটা মানুষের সহজাত ধর্ম। তাই বিপদকে ভয় পায় না এমন মানুষ দেখাই যায় না। বিপদে আমি না যেন করি ভয় এ প্রার্থনা যতই হোক না কেন গায়ে আগুন লাগতে দেখলে তা থেকে রেহাই পেতে চাইবে না কোন বোকায়? যার সামান্য বুদ্ধি আছে, কোন বিপদ সম্পর্কে যার এতটুকু জ্ঞান আছে, বিপদকে বিপদ রূপে বিশ্বাস করে উক্ত বিপদের সম্মুখীন হতে অবশ্যই ভীত হবে।

একটি পাগল বৈদ্যুতিক তার স্পর্শ করার পরিণতি বুঝতে পারেনা বলেই সে তা জড়িয়ে ধরে। আগুনে পুড়া যায় এ সম্পর্কে জ্ঞান না থাকার ফলেই নির্বোধ শিশু একটি জ্বলন্ত কয়লার ধরার জন্যে হাত বাড়ায়। অনুরূপভাবে একজন পথিক পথ চলতে চলতে সামনে হঠাৎ একটি বিষধর সাপ পড়তেই ভয়ে চমকে উঠে থমকে দাড়াঁয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments