আমরা দুজন দুটি উটের উপর,চলেছি তো চলেছি; মাথার উপর সুর্য জ্বলছে, সর্বত্র আলো ঝলমল করছে,ঝলসাচ্ছে,সাতারঁ কাটছে। লালচে আর নারাংগী রঙের বালিয়াড়ি বালিয়াড়ির পর বালিয়াড়ি একাধারে নির্জনতা আর রোগ-ঝলসানো নীরবতা এবং তারই মধ্যে দিয়ে চলেছি আমরা দুটি মানুষ।
দুটি উটের উপর চলেছি দুলতে দুলতে,চলার সেই ছন্দে ও ভংগীতে যা মানুষকে নিদ্রালু করে তোলে, আর তাকে ভূলিয়ে দেয় দিনের কথা, রোদের কথা, উঞ্ষ হাওয়া আর সুদীর্ঘ পথের কথা।