এর সমন্বয় এভাবে হবেঃ নূরে মোহাম্মদী হতেই পানিসহ সবকিছু সৃষ্ট। এটা শতসিদ্ধ কথা। তাই তার উল্লেখ করার প্রয়োজন নেই। তারপরে পানি হতে আসমান জমীন ও মানুষের উপাদান সৃষ্টি হয়েছে। অর্থাৎ- পানি সহ প্রত্যেক বস্তুতেই নূরে মোহাম্মদী হচ্ছে মূল উপাদান এবং পানি হচ্ছে আনুসঙ্গিক উপাদান। সৃষ্টিরহস্য ও সৃষ্টিতত্বের মৌলিক নীতি বিবৃত হয়েছে অত্র হাদীসে, বিস্তারিত বিষয় ও বিশ্লেষন বর্ণিত হয়নি। তদুপরি- “খাল্ক বা সৃষ্টজীব শব্দের মধ্যে নবীজী অন্তর্ভূক্ত নন”। তিনি ছাড়া সব বস্তুর মধ্যে পানি হলো অন্যতম উপাদান। আব, আতশ, খাক, বাদ- এই চার উপাদানে অন্যান্য জড় জিনিস সৃষ্টি। সুতরাং “প্রথম সৃষ্টি” শব্দটি আপেক্ষিক। প্রথমের উপরেও আরেক প্রথম থাকতে পারে। অতএব অত্র হাদীসে নূরে মোহাম্মদীকে অস্বীকার করা হয়নি।