বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী’ এটি মাইকেল এইচ. হার্ট এর লেখা ‘দ্য হানড্রড’ – এর বাংলা অনুবাদ বই। খুবই জনপ্রিয় একটি বই। এই বইটিতে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন মনীষী বা বিখ্যাত ব্যাক্তিদের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। বাংলায় অনুবাদ করেছেন জেনারেল আকবর হোসেন খান।
বইটির শুরুতেই রয়েছে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী এবং শেষটায় রয়েছে মাইকেলেঞ্জেলো এর জীবনী। আর মধ্যিখানে রয়েছে আরও 98 জনের জীবনী, তাঁদের মধ্যে কেহবা ধর্মগুরু, মহাপুরুষ, সাহিত্যিক, বিজ্ঞানী, ইংরেজ কবি, শিল্পী, বীর সৈনিক, শাসক, নেতা। এবং তাঁহারা বিভিন্ন