বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব

0/5 No votes

Report this app

Description

এই সুন্দর মনোহর বিশ্বলোক, এই শ্যামল শোভামপ্তিত পৃথিবী এবং এখানকার এই কোটি জীব-জন্তু ও বস্তু সর্বোপরি এই বিবেক-বুদ্ধি ও বাকশক্তিসম্পন্ন মানুষ কেমন করে অস্তিত্ লাভ করল, মানব দেহের এই কমনীয় ও সামঞ্জস্যপূর্ণ রূপ কিভাবে কেমন করে গড়ে উঠল, পাশ্চাত্য দর্শনে সূচনাকাল থেকেই এ এক অতীব গুরুত্পূর্ণ গবেষণার বিষয়রূপে গণ্য । চিন্তাশীল দার্শনিকরা এ নিয়ে অনেক চিন্তা-ভাবনা, গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন এবং এ সবের মাধ্যমে এক সুস্পষ্ট ও অকাট্য মত নির্ধারণের চেষ্টা করেছেন। তাদের মনে সর্বপ্রথম যে প্রশ্ন দেখা দিয়েছে তা হল, এ বিশ্বলোক কি অতীতের কোন এক নির্দিষ্ট সময়ে সহসা সৃষ্টি করা হয়েছিল এবং নে সময় থেকে বর্তমান মুহূর্ত পর্যস্ত একই নিয়মে ও একই অবস্থায় অবিচল হয়ে দীড়িয়ে আছে, না এক দীর্ঘ নিয়মানুগ ও ধরাবীধা ক্রমবিকাশ পদ্ধতিতে তা বর্তমান অবস্থায় উপনীত হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments