ঈমানকে দুর্বল করে তুলছি; অথচ তা পরিমার্জন করার কখনো চিন্তা করছি না। এভাবে চলতে চলতে একসময় আমাদের ঈমান শক্তিহীন হয়ে পড়বে। তখন তা আর কোনো কাজে আসবে না।
তাই প্রতিটি মুমিনের কর্তব্য হল, নিজের ঈমানের অবস্থা যাচাই করা, দুর্বলতার কারণগুলো চিহ্ণিত করা এবং যথাসময়ে পরিচর্যা করে ঈমানকে পরিশুদ্ধ রাখা।