বাংলার মুসলমানদের ইতিহাস

0/5 No votes

Report this app

Description

তৎকালীন ভারত উপমহাদেশে বহির্জগত থেকে যেসব মুসলমান আগমন করেছিলেন, তাদেরকে দুই শ্রেনীতে ভাগ করা যায়। এক শ্রেনীয়র মুসলমান ব্যবসা-বাণিজ্য ব্যপদেশে ভারতের বিভিন্ন অঞ্চলে আগমন করে ইসলামের সুমহনা বাণী প্রচার করেন।

কতিপয় অলী দরবেশ ফকীর শুধুমাত্র ইসলামের দাওয়াত ও তবলিগিরে জন্য আগমন করেন এবং মহান কাজে সারা জীবন অতিবাহিত করে এখানেই দেহত্যাগ করেন। আর এক শ্রেনীয়র মুসলমান এসেছিলেন- বিজয়েীর বেশে দেশজয়ের অভিযানে। তাদেরঁ বিজয়ের ফলে এ দেশের মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়। বলা বাহুল্য ৭১২ খৃষ্টাব্দে ভারতের সিন্ধু প্রদেশে সর্বপ্রথম মুহাম্মাদ বিন কাসিম আগমন করেন বিজয়ীর বেশে এবং এটা ছিল ইসলামের বিরাট রাজনৈতিক বিজয়।

তারঁ বিজয় সিন্ধুপ্রদেশ পর্যন্তই সীমিত থাকেনি। বরঞ্চ তা বিস্তার লাভ করে পাঞ্জাবের মূলতান পর্যন্ত। আমরা যথাস্থানে তার বর্ণনা সন্নিবেশিত করব। অপরদিকে বাংলায় মুসলমানদের আগমন দূর অতীতের কোন এক শুভক্ষণে হয়ে থাকলেও তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়েছিল- হিজরী ৬০০ সালে অর্থাৎ ১২০৩ খৃষ্টাব্দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments