মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা মসজিদের শহরটি ফিলিস্তিনের হলেও বর্তমানে তা ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে। ১৯৬৭ সালের পর্যন্ত এ শহরের পূর্বাংশ জর্দানের অধীনে ছিলএ জেরুজালেম নগরীতে এক সময় মসলিম, খ্রিস্টান ও ইয়াহুদিরা এক সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করত। যা বেশি দিন আগের কথা নয়।বর্তমানে এ পবিত্র নগরী ও মসজিদ আল-আকসায় বসবাস ও ইবাদত-বন্দেগি করা অনেক কষ্টকর। যেখানে প্রতিনিয়ত মুসলিমদের ওপর চলছে হামলা, অত্যাচার, নির্যাতন।