শত অপচেষ্টা, বাধা-বিপত্তি সত্ত্বেও দীনের বিধান আল্লাহ সঠিক অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখবেন কিছু সংখ্যক মুহাক্কিক, মুজাদ্দিদের মাধ্যমে। তাঁরই ধারাবাহিকতা আল্লামা নাসিরুদ্দীন আলবানী দ্বীনের যেই সমস্ত বিষয়ে কুসংস্কার ঢুকে পড়েছিল সেসব বিষয়ে শত বাধা উপেক্ষা করে আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তারই অংশবিশেষ হলো ‘বাসর রাতের আদব’।
মুসলিম জাতি বিবাহর খুতবা পড়ে বাসরে অসভ্য পাশ্চাত্য, ইউরোপীয় ও তমাচ্ছন্ন জাহিলিয়াতের অপসংস্কৃতিতে নিপতিত হয়ে পড়ে। আল্লামা আলবানী এ কুসংস্কৃতি থেকে উম্মাতে মুহাম্মাদিয়াকে রক্ষার লক্ষ্যেই