এই সার্বজনীন বৈশিষ্টের কারণে অচিরে মানব জীবনের সব দিক ও বিভাগ স্বীয় আওতাধীন করে ইসলাম পূর্ণরূপে বিকশিত হবার সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস, ইসলামই হবে আগামী দিনের জীবন বিধান। ইসলাম সর্বব্যাপক এবং ব্যবস্থাগুলো পরস্পর সংগতিপূর্ণ।
মানুষের জীবন প্রয়োজন এবং কর্ম-প্রবাহের কোন একটি দিক সম্বন্ধেও ইসলাম উদাসীন নয়। ইসলাম বাস্তব জীবন হতে বিচ্ছিন্ন শুধু আবেগ -প্রসূত ধর্মীয় বিশ্বাসের নাম নয়। এটা ন্যূনতম পূজা-অর্চনার বিধি ব্যবস্থার নামও নয় যা ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে সম্পন্ন করলে ঈমানের দাবী আদায় হয়ে যায়।