বইটি আসলে খালিদ বিন ওয়ালিদ রা. এর গতানুগতিক জীবনি নয়। এখানে মূলত যুদ্ধক্ষেত্রে তার কৌশল এবং যুদ্ধ পরিচালনার ধরন এর বাপ্যারে গুরুত্ব দেয়া হয়েছে। বইটি পড়ার সময় মনে হয় যেন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রা. যুদ্ধ ক্ষেত্রে আমার সামনে দাড়িয়ে আছেন কখন ও তার রিজার্ভ ফোর্সকে নেতৃত্বদিয়ে শত্রু বাহিনিকে এফোড় ওফোড় করে দিচ্ছেন আবার কখন শত্রু পালোয়ান কে চ্যালেঞ্জ করে তাকে ধরাশায়ি করছেন। লেখক বইটি তে সেই সময় এর যুদ্ধ পরিস্থিতি কেমন ছিল তা খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খালিদ বিন ওয়ালিদ রা.এর সাথে খলিফা আবু বকর সিদ্দিক রা. এর সম্পর্ক এবং তার উপর খলিফার বিশ্বস্ততা কেমন ছিল তা আনুধাবন করা যায় সাথে সাথেই খালিদ বিন ওয়ালিদ রা. এর বাপ্যারে শত্রু দের ভেতর যে তীব্র ভীতি ছিল তা খুব সহজে অনুধাবন করা যায়। তিনি কিভাবে মুসলিম বাহিনীর আন্যান্য সেনাপতি দের সাথে সমন্নয় করতেন, এবং তার গুপ্তচর এর ব্যাবহার খুব সুন্দর করে লেখক বইটিতে ফুটিয়ে তুলেছেন।