হারাম ও কবীরা গুনাহ

0/5 No votes

Report this app

Description

 

ইবনুল-কাইয়্যিম রহ. বলেন,
الذنوب جراحات، ورب جرح وقع في مقتل
‘পাপ হলো (কঠিন) জখমের মতো। এমন জখমে আক্রান্ত ব্যক্তির ধ্বংস অনিবার্য।’
.
পূর্ববর্তী নেককারদের কাছে নফল আমলের চেয়ে একটা হারাম বা কবিরা গুনাহ থেকে বিরত থাকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তথাপি আল্লাহর জমিনে হালালের সংখ্যা অগণিত, জ্বলে-স্থলে অধিকাংশ বিষয় আমাদের জন্য হালাল করে রাখা হয়েছে। পক্ষান্তরে হারাম সুনির্দিষ্ট, কিন্তু আমরা অনেকেই জানি না। কবিরাহ গুনাহ এবং হারামের ব্যাপারে আমাদের অত্যধিক গাফলতির কারণে বিষয়টি অনেক বড় মনে হয়। লাগামহীন জীবন যাপন আমাদেরকে বোঝায় ‘এতো হালাল-হারাম মানতে গেলে চলতে পারবে না।’

সত্যিই কি বিষয়টি তাই? করআন ও সুন্নাহর আলোকে সেই হারাম এবং কবিরা গুনাহগুলো কী কী, সেগুলো থেকে বেঁচে থাকার সহজ উপায় কী, কোন গুনাহে কী শাস্তি, এই উত্তরগুলো জানতে বেশ সহায়ক বক্ষ্যমাণ বইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments