সৎ কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন

0/5 No votes

Report this app

Description

উম্মতে মুহাম্মাদির একটি বৈশিষ্ট্য হচ্ছে সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করা। ইসলাম শুধু আমাদের ব্যক্তিকেন্দ্রিক থাকতে বলে না, বরং ইসলাম তার শিক্ষাকে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে উৎসাহিত করে। সমাজের প্রতিটি স্তরে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের মূলোৎপাটনে ইসলাম বদ্ধপরিকর। এ জন্য আল্লাহ্‌ তাআলা বলেন, ‘তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, মানুষের উপকারের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দাও; মন্দ কাজ হতে বাঁধা দাও এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখো।’ [সূরা আলে ইমরান, ১১০]
.
ইসলামে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের গুরুত্ব অপরিসীম। অতীতে বহু জাতিকে কেবল এ জন্য শাস্তি পেতে হয়েছে, তারা অসৎকাজ হতে দেখলে বাধা-প্রদান করত না এবং সৎকাজেরও আদেশ করত না। ফলশ্রুতিতে পাপীদের শাস্তির একটি অংশ তাদের ওপরেও এসেছিল। তাই এই বিষয়ে সচেতন করার তাগিদে ইমাম ইবনু-তাইমিয়াহ (রহ.) চমৎকার এই পুস্তিকা রচনা করেছেন। এতে তিনি কুরআন সুন্নাহর আলোকে সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের গুরুত্ব, করণীয়, বর্জনীয় ইত্যাদি দিক আলোচনা করেছেন সবিস্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments