জিন ও শয়তানের জগৎ

0/5 No votes

Report this app

Description

জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের আগ্রহ আর ফ্যান্টাসির অন্ত নেই। জিন-ভূতের কাহিনী শুনে ভয়ে তটস্থ হয়নি—এমন মানুষ মেলা ভার। সময় পাল্টেছে, বিজ্ঞান আর প্রযুক্তির জয়জয়কার চারিদিকে। তাই আমাদের মাঝেই একটি প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা জিন-শয়তানের জগতটাকে হলিউডের ফ্যান্টাসি ছাড়া কিছু মনে করে না, কিংবা সহজভাবে বললে বিশ্বাস করে না। অনেকে আবার দোটানায় ভোগে। জিন! তারা কি মানুষ না ফেরেশতা? জিন আর শয়তান কি একই? তারা কোথায় থাকে? কী খায়? তাদের কী কী ক্ষমতা আছে? তারা কি মানুষের ওপর আছর করতে পারে? ইত্যাদি প্রশ্ন কাজ করে।

জিন, শয়তান সম্পর্কিত যাবতীয় সংশয়, সন্দেহ, নানা প্যারানরমাল একটিভিটির সাথে জিনের সম্পর্ক, জিনের ক্ষমতা, দুর্বলতা, বাঁচার উপায়, সর্বোপরি ইসলামি আকিদাহর মানদণ্ডে জিন-শয়তান জাতির আদ্যপ্যান্ত নিয়ে এক অতুলনীয় বই বলা চলে শাইখ ড. উমার সুলায়মান আল আশকার (রহঃ) রচিত এই বইটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments