কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার? মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন? ভীষণ মর্মপীড়ায় মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়?দুনিয়াকে বিষাক্ত লাগে? কবির মতন বলতে মন চায়, জন্মই আমার আজন্ম পাপ?
আজকাল দুনিয়ায় ‘ভাল্লাগেনা’ একটি মহামারী রোগের নাম।নেই অর্থকড়ি,প্রভাব- প্রতিপত্তি কিংবা নাম-যশের অভাব।সবকিছু থাকার পরও জীবনে কেবলই যেন এক বিশাল শূন্যতা বিরাজ করে আছে।জীবনের এই কঠিন সন্ধিক্ষণে একটা বদল প্রয়োজন,একটা পরিবর্তন ভীষণ জরুরি।কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবো নতুন এক দিনের?
এইসব প্রশ্নের উত্তর আর জীবনের এক নতুন উপাখ্যান রচনা এই বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।বলছিলাম ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটির কথা।বইটি লিখেছেন আলোর ফেরিওয়ালা,স্বনামধন্য লেখক আরিফ আজাদ।তার ‘জীবনের জাগরণে’ সিরিজের প্রথম বই ছিল বেলা ফুরাবার আগে যা পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে।’বেলা ফুরাবার আগে’ বইটির দ্বিতীয় কিস্তি হচ্ছে ‘ এবার ভিন্ন কিছু হোক ‘ হোক বইটি।
এটি মূলত আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা মূলক একটি বই।বইটি মোট ১৬ টি বিষয়বস্তুর আলোকে সাজানো হয়েছে।বইটিতে একের পর এক আমাদের দৈনন্দিন জীবনঘনিষ্ঠ বিভিন্ন সমস্যা,সমস্যা থেকে উত্তরণের উপায় সহজ – সাবলীল ভাষায় কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন। মোদ্দাকথা বইটিতে পশ্চিমা আধুনিক জীবনের বিপরীতে কিভাবে জীবনটাকে প্র্যাক্টিসিং মুসলিমের জীবন হিসেবে সাজানো যায়,তার দারুণ অনুপ্রেরণা রয়েছে।
পরিশেষে,
অনেক তো হলো অহেতুক কাজ,ভাবনায়, অনর্থ কোলাহলে জীবন পার করা। জীবনের বাকি মুহূর্ত গুলোকে নিয়ে আমরা কি একটু নতুন করে ভাবতে পারিনা?যেখানে থাকবেনা কোন পিছুটান।ছেড়ে আসবো জীবনের সমস্ত অন্ধকার।আমরা ধরবো তাদের পথ যারা,আমাদের আগে চলে গেছেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে।জীবনকে রাঙাবো আল্লাহর রঙে।
জীবনের পরবর্তী সূর্যোদয়টা হবে নতুন এক অভিজ্ঞতায়-
” এবার ভিন্ন কিছু হোক
জাগরণের এই জাগ্রত জোয়ারে
এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি।”
খুবই সুন্দর একটি বই